শিরোনাম
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অতর্কিত এক হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছে। পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা শনিবার এএফপি’কে একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা স্থানীয় সূত্রের সত্যতা নিশ্চিত করে এএফপি’কে জানিয়েছেন, মাঙ্গোচর শহরের নিকটে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র দুর্বৃত্ত ‘সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী বহনকারী’ একটি গাড়িকে রাস্তা অবরোধ করে নির্বিচারে গুলি বর্ষণ করলে ১৭ জন এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আরো একজন নিহত হয়।