শিরোনাম
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ায় বন্যায় রোববার এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দেশের বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এবং কুমিরের সন্ধানে থাকার নির্দেশ দিয়েছে। নদীর পানিরস্তর উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সিডনি থেকে এএফপি এ খবর জানায়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায়, টাউনসভিলের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের রোববার দুপুরের মধ্যে তাদের বাড়িঘর সরিয়ে নিতে বলা হয়েছে।
বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিলম্বিত করা হয়েছে।
বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যওয়ায় ‘রেকর্ড বৃষ্টিপাত’ হতে পারে বলে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি রো রোববার সতর্ক করেছেন।
ক্রিসাফুলি বলেন, রাজ্যের আবহাওয়া পরিস্থিতি দীর্ঘকালের চেয়ে ভিন্ন ছিল।
তিনি রোববার জাতীয় সম্প্রচার মিডিয়া এবিসিকে বলেন, কেবল তীব্রতাই নয়, বরং এর স্থায়িত্বও বেশি। পুলিশের মতে, কেয়ার্নস থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে গ্রামীণ শহর ইনঘামে নৌকা ডুবে গেলে রোববার এক নারীর মৃত্যু হয়েছে।
পরিবেশ বিভাগ জনগণকে ‘শান্ত জলের সন্ধানে ঘুরে বেড়ানো কুমিরের ব্যাপারে সতর্ক করেছে।’
স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনও সতর্কতা চিহ্ন না থাকলেও সমস্ত উত্তর এবং সুদূর উত্তর কুইন্সল্যান্ড জলপথে কুমিরের উপস্থিতির আশঙ্কা রয়েছে।’
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিছু এলাকায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে।