শিরোনাম
ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গ্রীসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপে রাতভর নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে মানুষ বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে এবং অনেকে বিমান বা ফেরিতে করে চলে গেছেন। সোমবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
গ্রীসের এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রোববার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলোতে ২০০ টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৬ মাত্রার ছিল। সান্তোরিনি এবং আমোরগোসের মধ্যবর্তী পানিতে আঘাত হেনেছে।
ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার সকাল ৭:১০ ঘটিকায় সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
গ্রীক সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন।
সংবাদ মাধ্যমে বলা হয়েছে, অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন।
প্রায় ১৫ হাজার ৫ শত জনসংখ্যার দ্বীপের স্কুলগুলি সোমবার বন্ধ ছিল।
গ্রীক কর্তৃপক্ষ জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন এবং খালি সুইমিং পুল থেকে দূরে থাকতে বলেছে।