বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরাইল কাতারে প্রতিনিধি পাঠাবে

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জাবিন নেতানিয়াহুর অফিস আজ মঙ্গলবার বলেছে, ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারের রাজধানী দোহাতে এ সপ্তাহে একটি প্রতিনিদিধি দল পাঠাবে, খবর এএফপি’র। 

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর উপদেষ্টাদের মধ্যকার এক আলোচনার পর জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস ঐ বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন কল্পে টেকনিক্যাল ইস্যুতে আলোচনার জন্য ইসরাইল এখন তার প্রতিনিধিদের প্রস্তুত করছে। কাতারের রাজধানী দোহাতে এ সপ্তাহের শেষে যে আলোচনা অনুষ্ঠিত হবে।