বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০

ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করার নির্দেশ ইসরাইলের

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার সেনাবাহিনীকে গাজা থেকে ‘স্বেচ্ছায়’ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি অঞ্চলে মার্কিন সেনা পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। 

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব করলে মধ্যপ্রাচ্য এবং এর বহির্বিশ্বের নেতাদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেয়।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তিনি সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে অঞ্চলটি যুদ্ধ বিধ্বস্ত রয়েছে।

কাটজ বলেন, ‘আমি আইডিএফ (সামরিক বাহিনী)-কে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি,’ ‘তাদের গ্রহণ করতে ইচ্ছুক যে কোনও দেশে  তারা যেতে পারে।’

মঙ্গলবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে গাজা সংক্রান্ত তার প্রস্তাব ঘোষণা করেন। ট্রাম্প শপথ গ্রহণের পর হোয়াইট হাউসে তার সাথে দেখা করা প্রথম বিদেশি নেতা নেতানিয়াহু।

ফিলিস্তিনিদের যেকোনো জোরপূর্বক বাস্তুচ্যুতি ‘জাতিগত নির্মূলের সমতুল্য’ হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘সবাই এই পরিকল্পনা পছন্দ করবে।’ বলেছেন যে এতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে, যদিও তিনি ২০ লক্ষাধিক ফিলিস্তিনিকে কীভাবে সরিয়ে নেওয়া হবে সে সম্পর্কে খুব কম তথ্য দিয়েছেন।

তবে পরবর্তীতে গাজার যেকোনো স্থানান্তর অস্থায়ী হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র বক্তব্যে তার প্রশাসন পিছিয়ে এসেছে বলে মনে করা হয়। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার প্রস্তাবে দ্বিগুণ দৃঢ়তা প্রকাশ করেছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন ‘যুদ্ধ শেষে ইসরাইল গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।’ তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সৈন্যের প্রয়োজন হবে না! এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় থাকবে।’

রুবিও পরে আরও বলেছেন, ট্রাম্পের পরিকল্পনার নিন্দাকারীদের ‘এগিয়ে আসা উচিত এবং সেই সমস্যার সমাধান এবং উত্তর প্রদান করা উচিত।’

বৃহস্পতিবার নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘কয়েক বছরের মধ্যে উত্থাপিত প্রথম মৌলিক ধারণা’ বলে অভিহিত করেছেন, এবং আরও বলেন ‘এই ধারণাটি খুব ভালোভাবে শোনার যোগ্য।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রাম্পের সাথে তার সাক্ষাৎ ‘ইসরাইলের ভবিষ্যতের জন্য একটি দুর্দান্ত মোড়’।