শিরোনাম
ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মার্কিন কোস্টগার্ড কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, আলাস্কায় নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, এতে ১০ জন আরোহীর সবাই মারা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, আলাস্কার দক্ষিণ উপকূলীয় নোম সিটি থেকে প্রায় ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) দূরে বেরিং এয়ার ক্যারাভান বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
কোস্টগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, ভিতরে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকি সাতজন বিমানের ভেতরে আছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিমানের অবস্থা খারাপ হওয়ার কারণে বর্তমানে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না।
নোমের স্বেচ্ছাসেবক দমকল বিভাগ ফেসবুকে এক পোস্টে জানায়, তারা উদ্ধার কাজে সহায়তা করছে। নোমের স্বেচ্ছাসেবক দমকল বিভাগ বিমানটির সন্ধানে তৎপর ছিল।
এক পোস্টে বলা হয়েছে, নোম অনুসন্ধান ও উদ্ধার দল উদ্ধার প্রচেষ্টায় আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
আমরা যে প্রতিবেদন পেয়েছি তাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় আরোহীদের বেঁচে থাকা সম্ভব ছিল না। নিহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।
আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, বেসরকারিভাবে পরিচালিত বিমানটি নয়জন যাত্রী এবং একজন পাইলটসহ বৃহস্পতিবার উনালাকিল্ট থেকে নোমের উদ্দেশ্যে ছেড়ে যায়।
দুটি শহর একে-অপরের থেকে প্রায় ১৫০ মাইল দূরে অবস্থিত।
জনসাধারণের কাছে থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর বিমানটির সর্বশেষ অবস্থান ছিল সমুদ্রের উপরে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার ধারাবাহিকতার মধ্যে এই দুর্ঘটনাটি সর্বশেষ ঘটনা।
৩০ জানুয়ারি, ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং এতে ৬৭ জন নিহত হয়।
এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়। এতে সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়।