বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

বাইডেনের গোয়েন্দা নির্দেশনা পাওয়ার দিন শেষ : ট্রাম্প 

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কোলাজ : বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রত্যাহার করে নিচ্ছেন। যার অর্থ তিনি ক্ষমতা ছাড়ার পর তার পূর্বসূরি আর কোনো গোয়েন্দা ব্রিফিং পেতে পারবেন না। খবর এএফপি’র। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোস্যাল পোস্টে বলেছেন, এখন থেকে জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তাই আমরা অবিলম্বে জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছি এবং তার প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং বন্ধ করে দিচ্ছি।

শুক্রবার তার পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে গোয়েন্দা ব্রিফিংয়ের বিষয়ে বাইডেনকে ‘বিশ্বাস করা যায় না’ কারণ ডেমোক্র্যাটদের কাছে পাওয়া গোপনীয় নথিতে একটি বিশেষ কাউন্সেলের প্রতিবেদনে দেখা গেছে যে ৮২ বছর বয়সী বাইডেন ‘দুর্বল স্মৃতিশক্তিতে’ ভুগছেন।

ট্রাম্প বলেন, ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ডেমোক্র্যাট বাইডেন পূর্বসূরি হিসেবে তার নিজের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনিও এই পদক্ষেপ নিচ্ছেন।