বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭

মেক্সিকোতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে হত্যা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইউরোপের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী এবং এক সময় নিজের মৃত্যুর ভান করে আসা ডাচ মাদক পাচারকারী মার্কো এবেনকে মেক্সিকোতে গুলি হত্যা করা হয়েছে।  মেক্সিকোর এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আতিজাপান দে জারাগোজায় বৃহস্পতিবার মার্কো এবেনকে (৩২) গুলি করে হত্যা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রসিকিউটর অফিসের এক কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিশেষজ্ঞরা এবেনের পরিচয় নিশ্চিত করেছেন। 

ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল ব্রাজিল থেকে নেদারল্যান্ডসে মাদক পাচারের জন্য এবেনকে ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’  হিসেবে তালিকাভুক্ত করে। 

আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ইউরোপোলের তথ্য অনুসারে, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এবেন এবং তার সহযোগীরা আনারস ভর্তি পাত্রে ৪শ’ কেজি কোকেন পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার এড়াতে এবেন গত অক্টোবরে সিনালোয়া কার্টেলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় মেক্সিকান কার্টেলের শক্ত ঘাঁটি কুলিয়াকানে মৃত্যুর ভান করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, এবেনের বিরুদ্ধে একটি উপদলের সাথে যোগসূত্রের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সেই সময়ে তার মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র একজন অভিযুক্ত বান্ধবীর বিবৃতি ছাড়া। যিনি মৃতদেহটি শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেছিলেন। 

জুলাইয়ের শেষের দিকে মার্কিন মাটিতে কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদার আকস্মিক গ্রেপ্তারের পর সিনালোয়ায় সহিংসতা শুরু হয়। যা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাত বলে মনে করা হয়।

মেক্সিকান কর্তৃপক্ষ শুক্রবার জানায়, তারা উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে সক্রিয় সিনালোয়া কার্টেলের এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজছিল।

স্থানীয় গণমাধ্যম তাকে হাম্বার্তো রিভেরা, ওরফে ‘এল চাটো,’ ‘এল ডন’ অথবা ‘এল ভিজন’ হিসেবে শনাক্ত করেছে।