বাসস
  ০১ মার্চ ২০২৫, ১২:১৫
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:১৭

মার্কিন সমর্থন ছাড়া রাশিয়াকে প্রতিরোধ করা ইউক্রেনের পক্ষে কঠিন : জেলেনস্কি 

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আক্রমণকারী রাশিয়ার বাহিনীকে প্রতিরোধ করা ইউক্রেনের পক্ষে কঠিন হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফক্স নিউজের ব্রেট বেয়ার সাক্ষাৎকারে জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইউক্রেন কি জিততে পারবে নাকি মস্কোকে আটকে রাখতে পারবে? এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন ’এটা আমাদের জন্য কঠিন হবে। এজন্যই আমি এখানে আছি। এজন্যই আমরা ভবিষ্যতের আলোচনা নিয়ে কথা বলছি। আপনাদের (আমেরিকার) সমর্থন ছাড়া এটি কঠিন হবে। গতকাল শুক্রবার দিনের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় আলোচনা ভেঙে যাওয়ার পর ইউক্রেনীয় নেতা ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।