বাসস
  ০২ মার্চ ২০২৫, ১৩:৩৭

ইসরাইলকে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা ‘ত্বরান্বিত’ করার আদেশে রুবিও’র স্বাক্ষর  

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেছেন, তিনি ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ত্বরান্বিত করার জন্য একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রুবিও এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দ্রুত সরবরাহে জরুরি কর্তৃপক্ষকে ব্যবহার করার জন্য আমি একটি ঘোষণায় স্বাক্ষর করেছি। তিনি সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করেন, যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।