বাসস
  ০৩ মার্চ ২০২৫, ১৪:১৪

কম্বোডিয়ার রাজা এবং তার মা স্বাস্থ্য পরীক্ষার জন্য চীন যাচ্ছেন

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনি এবং তার মা সাবেক রানী নরোদম মোনিনাথ সিহানুক, সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কম্বোডিয়ার নম পেন থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং কম্বোডিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েনবিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রাজপরিবারকে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

কম্বোডিয়ার নাগরিকদের উদ্দেশ্যে এক রাজকীয় বার্তায়, ৭১ বছর বয়সী সিহামোনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার জন্য এটি তার নিয়মিত বেইজিং ভ্রমণ। 

তিনি বলেন, আমার অনুপস্থিতিতে, সিনেটের সভাপতি সামডেক টেকো হুন সেন কম্বোডিয়া রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

কম্বোডিয়ার রাজা বছরে দুবার চীনা ডাক্তার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। তার সর্বশেষ চিকিৎসা সফর ছিল ২০২৪ সালের আগস্টে।