বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৫:১২

দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান থেকে ভুলবশত ফেলা বোমায় বেসামরিক নাগরিক আহত

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত নির্দিষ্ট স্থানের বাইরে আটটি বোমা ফেলায় বেসামরিক নাগরিক আহত হয়েছে। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

বিমান বাহিনী জানায়, ‘একটি কেএফ-১৬ বিমান থেকে আটটি এমকে-৮২ সাধারণ বোমা অস্বাভাবিকভাবে নিক্ষেপ করা হলে, নির্ধারিত ফায়ারিং রেঞ্জের বাইরে গিয়ে পড়ে।’

পরমাণু অস্ত্রধারী উত্তরের সাথে সুরক্ষিত সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে পোচিওনে স্থানীয় সময় সকাল ১০টার দিকে (গ্রিনীচ মান সময় ০১০০ টায়) এই ঘটনা ঘটে।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনিচ্ছাকৃত বোমা নিক্ষেপের ফলে বেসামরিক নাগরিক আহত হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ ঘটনাটি তদন্তের জন্য একটি দুর্ঘটনা প্রতিক্রিয়া কমিটি গঠন করা হয়েছে এবং ‘ক্ষতিপূরণসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিমান বাহিনী জানিয়েছে, সামরিক জেটটি ‘বিমান ও সেনা উভয় বাহিনীর অংশগ্রহণে একটি যৌথ লাইভ-ফায়ার মহড়ায় অংশগ্রহণ করছিল।’

ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার পোচিওন-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ লাইভ-ফায়ার মহড়া করছিল।

দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ‘দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ মহড়ার সময় একটি গ্রামে বোমাগুলো পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

এর ফলে ‘হতাহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে,’ এতে আরও বলা হয়েছে যে চারজন গুরুতর আহত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

বিবৃতি অনুসারে, একটি গির্জা ভবন এবং দুটি বাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা সাধারণ নাম পার্ক উল্লেখ করে ইয়োনহাপকে বলেন, দুর্ঘটনার সময় তিনি বাড়িতে টেলিভিশন দেখছিলেন।

প্রায় এক কিলোমিটার দূরে একটি প্রবীনদের আশ্রয় কেন্দ্র থেকেও দুর্ঘটনাটি আঘাৎ হানে।

কেন্দ্রের পরিচালক, ইউ (সাধারণ নাম) ইয়োনহাপকে বলেন,‘আকস্মিক বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। জানালা ভেঙে যায় এবং আমাদের একজন শিক্ষক আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ তারা আরো বলেন, ‘ভাগ্যক্রমে, প্রবীনদের কেউ হতাহত হয়নি, তবে তারা এতটাই ভীত ছিল যে আমরা তাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’

এই মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া, শুরু হতে চলেছে। যা নিরাপত্তা মিত্রদের বৃহত্তম বার্ষিক যৌথ মহড়াগুলোর অন্যতম।