বাসস
  ০৭ মার্চ ২০২৫, ২২:০০

এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবেন জেলেনস্কি

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী ১০ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সফর করবেন বলে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অফিস জানিয়েছে।  শুক্রবার ঘোষণা করেছেন।

শুক্রবার প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘একটি অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রক্রিয়া’ নিয়ে চলমান আলোচনার ধারাবাহিকতা হিসেবে এই সফর হবে।

ইউক্রেন বা তার ইউরোপীয় মিত্রদের আমন্ত্রণ না জানিয়ে যুদ্ধ অবসানের জন্য সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনার তীব্র সমালোচনা করেন দক্ষিণ আফ্রিার প্রেসিডেন্ট রামাফোসা। গত  সপ্তাহে তিনি জেলেনস্কিকে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রামাফোসা বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করতে দক্ষিণ আফ্রিকা প্রতিশ্রুতিবদ্ধ।

রামাফোসা বলেন, দুই নেতার মধ্যে ‘গঠনমূলক সম্পৃক্ততা’ রয়েছে এবং সকল পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রক্রিয়ার জরুরি প্রয়োজন নিয়ে তারা একমত।

জেলেনস্কি ইউক্রেনের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ সমর্থন করার জন্য রামাফোসাকে ধন্যবাদ জানান এবং তিনি এই বছরই শান্তির আশা করেন।