শিরোনাম
ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : উপসাগরীয় প্রতিবেশী সৌদি আরব ও কাতার মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইল কর্তৃক বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এই দুই দেশ।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ’কঠোর ভাষায় নিন্দা’ প্রকাশ করেছে। অন্যদিকে কাতার এক বিবৃতিতে এটিকে ’আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।