বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১২:৪২

ভারত ও নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য আলোচনা পুনরুজ্জীবিত করেছে

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন সোমবার নয়াদিল্লিতে বলেছেন, দেশটির সঙ্গে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মুক্ত বাণিজ্য আলোচনা পুনরুজ্জীবিত করেছে ভারত। নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যস্থতার জন্য নিউজিল্যান্ডের প্রচেষ্টা প্রায় ১০ বছর আগে স্থগিত হওয়ার পর এই ব্যাপারে খুব কম অগ্রগতি হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ নিউজিল্যান্ড ভারতের অত্যন্ত সুরক্ষিত দুগ্ধ খাতে প্রবেশাধিকার পেতে পারে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

লুক্সন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি দিল্লিতে পৌঁছেছি এবং আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, নিউজিল্যান্ড ও ভারত একটি বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তির ওপর আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’

‘বাণিজ্যের মাধ্যমেই আমরা আমাদের উভয় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারি, কিউই ও ভারতীয়দের জন্য আরও কর্মসংস্থান এবং আয় বাড়াতে পারি।’

সোমবার লুক্সনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা রয়েছে।