বাসস
  ১৯ মার্চ ২০২৫, ১৫:৪৪

ইউক্রেন যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ‘স্বাগত’ চীনের

ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর চীন বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে সকল পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনা পক্ষ শুরু থেকেই সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে কথা বলে আসছে। আমরা যুদ্ধবিরতির সকল প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং শান্তি অর্জনের জন্য এটিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করি।’