বাসস
  ২২ মার্চ ২০২৫, ১৩:১৪

সশস্ত্র সংঘাত এড়াতে ইরানের সঙ্গে ট্রাম্পের আস্থা অর্জনের উদ্যোগ : ট্রাম্পের দূত

ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : শুক্রবার সম্প্রচারিত এক মন্তব্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে আস্থা তৈরি করে ইরানের সাথে সশস্ত্র সংঘাত এড়াতে চাইছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক্সে প্রকাশিত অনলাইন নিউজ অ্যাঙ্কর টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, ইসলামপন্থী সরকারকে লেখা ট্রাম্পের সাম্প্রতিক চিঠি হুমকি হিসেবে লেখা হয়নি। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দীর্ঘদিনের শত্রু এবং গাজায় নতুন লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের জাহাজ চলাচলের হুমকির পর সম্পর্ক নতুন ভাবে তলানিতে পৌঁছেছে। 

৭ মার্চ, ট্রাম্প বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়েও সতর্ক করে শুক্রবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ‘আমেরিকানদের জানা উচিত, ইরানের মুখোমুখি হয়ে হুমকি দিয়ে তারা সফল হতে পারবে না। তাদের এবং অন্যদের জানা উচিত, তারা যদি ইরানি জাতির ক্ষতির জন্য এমন কিছু করে, তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।’

ট্রাম্পের প্রচারণার পক্ষে কথা বলতে গিয়ে উইটকফ কার্লসনকে বলেছেন, ট্রাম্পের সামরিক ক্ষমতা বেশি। এ কারণে ইরানিদেরকে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেওয়া আরো স্বাভাবিক হবে। 

তবে কোনো সংঘাতে না গিয়ে ট্রাম্প সমঝোতা করতে চান। ট্রাম্প বলেছেন, আমি শান্তির মানুষ। আমি শান্তি চাই। সামরিকভাবে এটি করার কোনও কারণ নেই। আমাদের কথা বলা উচিত।

ট্রাম্পকে উদ্ধৃত করে উইটকফ বলেন, আমাদের একটি যাচাইকরণ কর্মসূচি তৈরি করা উচিত যাতে কেউ ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে চিন্তিত না হয়। কারণ, এই বিকল্পটি খুব ভালো বিকল্প নয়।

উইটকফ আরো বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে সবকিছু পরিষ্কার করার সুযোগের অপেক্ষায় রয়েছেন। যাতে তারা আবার বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহমর্মিতা ও ভ্রাতৃত্ব তৈরি করে একটি মহান জাতি হয়ে উঠতে পারেন। এসব কারণেই ট্রাম্প ইরানের সঙ্গে আস্থা তৈরি করতে চান।

উইটকফ বলেন, ইরানের সাথে মার্কিন আলোচনা ’ব্যাক চ্যানেল বা অনানুষ্ঠানিক পদ্ধতি ব্যবহার করে একাধিক দেশ এবং একাধিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে’ অব্যাহত রয়েছে।