শিরোনাম
ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে ছোড়া তিনটি রকেট প্রতিহত করার পর শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের সামরিক বাহিনীও পাল্টা হামলা চালাবে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা লেবানন থেকে গ্যালিলি সম্প্রদায়ের ওপর গুলি চালাতে দিতে পারি না। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে হামলার জন্য দায়ী। আমি সেনাবাহিনীকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি।’