শিরোনাম
ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্র কর্তৃক সালভাদরের কারাগারে পাঠানো ভেনেজুয়েলার অভিবাসীদের স্বজনরা শনিবার তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সাথে অন্যান্য পরিবারও যোগ দিয়ে বলেছে, তারা ভেনেজুয়েলায় যাচ্ছেন বলে বিশ্বাস করে ‘প্রতারিত’ হয়েছেন।
ভেনেজুয়েলার বারকুইসিমেটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকালীন আইন প্রয়োগ করে অভিযুক্ত গ্যাং সদস্যদের বহিষ্কার করার পর গত ১৬ মার্চ ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা কারাগার এবং জোরপূর্বক শ্রম শিবিরে পাঠায়।
একজন বিচারক নির্বাসন ফ্লাইট বন্ধ করার বন্ধের নির্দেশ দিয়েছিল। আদালতের এই সিদ্ধান্ত ওয়াশিংটনে আইনি অচলাবস্থার সৃষ্টি করেছে এবং ভেনেজুয়েলায় এটি পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি হল, ২৩৮ জন সহিংস ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য এবং তারা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ছিলেন।
কিন্তু ভেনেজুয়েলার নাগরিকদের স্বজনরা দাবি করেন যে যাদের বিনা বিচারে এল সালভাদরে পাঠানো হয়েছে তাদের অনেকেই অপরাধী ছিলেন না এবং কিছু ক্ষেত্রে তাদের আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল।
৩৬ বছর বয়সী মাইকেল রোজাস অলিভেরার পরিবার বলেছেন, যে অলিভেরা তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছিলেন যে তিনি শনিবার ভেনেজুয়েলায় বাড়ি ফিরছেন। কিন্তু তাকে এল সালভাদরে পাঠানো হয়।
গত বছরের অক্টোবরে মার্কিন অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থা (আইসিই) অলিভেরাকে আটক করে।
তাকে প্রথমে ৭ মার্চ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। তারপর তাকে টেক্সাসে স্থানান্তর করা হয়েছিল। পরে তাকে এল সালভাদরে পাঠানো হয়।
তার বোন বলেন, আমরা দাবি করছি যে তারা এল সালভাদর থেকে সমস্ত নিরীহ ছেলেদের তাদের দেশে ফিরিয়ে আনুক।
এই বিক্ষোভে প্রায় ৮০ জন যোগ দেন, যাদের মধ্যে অভিবাসীদের স্বজন এবং প্রতিবেশীরাও ছিলেন।
ভেনেজুয়েলা সরকার এল সালভাদরে ভেনেজুয়েলার অভিবাসীদের আটককে অপহরণ বলে অভিহিত করেছে এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি আইনী সংস্থা নিয়োগের ঘোষণা দিয়েছে।