শিরোনাম
ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস): হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইল বড় ধরনের হামলা শুরুর পর থেকে ৯২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নিহতের তালিকায় ২৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে।