বাসস
  ৩০ মার্চ ২০২৫, ১২:০১

মিয়ানমারে জান্তাবিরোধী যোদ্ধাদের আংশিক যুদ্ধবিরতি ঘোষণা

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর জান্তাবিরোধী যোদ্ধারা দুই সপ্তাহের আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কাজ সহজতর করার লক্ষ্যে তারা এ যুদ্ধবিরতি ঘোষণা করে। 

এদিকে রোববার দেশটির সেনাবাহিনী পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

’জাতীয় ঐক্য সরকার’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) রোববার থেকে ভূমিকম্প-কবলিত এলাকায় আক্রমণাত্মক সামরিক অভিযানে দুই সপ্তাহের বিরতি বাস্তবায়ন করবে। তবে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত রাখবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা, পরিবহন এবং অস্থায়ী উদ্ধার ও চিকিৎসা শিবির স্থাপন নিশ্চিত করতে জাতিসংঘ এবং এনজিওগুলোকে সহযোগিতা করবে।

গত শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। জান্তা জানিয়েছে, এতে কমপক্ষে ১হাজার ৬৪৪ জন নিহত হয়েছে। 

মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকে একাধিক ফ্রন্টে গৃহযুদ্ধের বিরুদ্ধে লড়াই করছে।

’জাতীয় ঐক্য সরকার’-এর বেশিরভাগই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত যারা জান্তা উৎখাতে কাজ করছে।