বাসস
  ০১ এপ্রিল ২০২৫, ১২:১৬
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:৪২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবসানে ‘গঠনমূলক ভূমিকা’ পালনে প্রস্তুত চীন’: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধের অবসানে চীন ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন শীর্ষ কূটনীতিক এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রাশিয়ার ‘স্বার্থ রক্ষায়’ সমর্থন করে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে তিনি এ কথা বলেন।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর আকাঙ্ক্ষা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংঘাত নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত তার দেশ। মস্কোতে রুশ পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকের আগে সংস্থাটি ওয়াং’র উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।