বাসস
  ০৩ এপ্রিল ২০২৫, ১৫:২৫

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ব্যাংককে যাত্রা করেছেন।

নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।

নরেন্দ্র মোদি বলেছেন, তিনি থাই প্রধানমন্ত্রী পাইতোং তার্ন সিনাওয়াত্রার সাথে দেখা করবেন এবং বঙ্গোপসাগরের তীরবর্তী সাতটি দেশের বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

বিমসটেক সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা ব্যাংকক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মোদি বলেন, তিনি এরপর শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সাথে আলোচনার জন্য শ্রীলঙ্কায় যাবেন। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নতুন প্রশাসনের অধীনে মোদিই হবেন প্রথম বিদেশি সরকার প্রধান যিনি দ্বীপ রাষ্ট্রটি সফর করবেন।

গত বছর নির্বাচিত হওয়ার পর দিশানায়েকের প্রথম বিদেশ সফর ছিল নয়াদিল্লি।