বাসস
  ০৩ এপ্রিল ২০২৫, ২০:১৮

গাজার উত্তরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভূখণ্ডের উত্তরে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গাজা সিটির শুজাইয়া পাড়ার বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে উল্লেখ করে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছে।’

ইসরাইলি সেনাবাহিনী শুজাইয়া ও গাজার উত্তরের কিছু জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

অবিলম্বে এসব এলাকা খালি করে গাজা সিটির পশ্চিমে পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোয় চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ এক পোস্টে বলেছেন, হামাস অবকাঠামো ধ্বংস করার জন্য আইডিএফ (সামরিক বাহিনী) তাদের এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে।