বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯

ব্যাটলগ্রুপ দায়িত্বাধীন এলাকায় ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস  করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত। 

এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকার বসতি মুক্ত করে।

তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’