শিরোনাম
ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
শহরের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার এ কথা বলেছেন।
তিনি বলেছেন, বিস্ফোরণের পর কিয়েভের দুটি জেলায় প্যারামেডিকদের পাঠানো হয়েছে।
তিনি আরো বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলা’ এখনও অব্যাহত রয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
টেলিগ্রামে এক বার্তায় ক্লিটসকো সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, রাজধানীতে রুশ হামলা চলছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু আছে। সকলে আশ্রয়কেন্দ্রে থাকুন।