শিরোনাম
ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে প্রায় ৩০ জনের প্রাণহানি হয়েছে।
আজ রোববার কিনশাসার জনস্বাস্থ্য বিষয়ক প্রাদেশিক মন্ত্রী প্যাট্রিসিয়েন গঙ্গো-আবাকাজি জানান, আফ্রিকার এই মেগাসিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও হয়েছে।
কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আবাকাজি বলেন, আহত অনেক লোকেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবারের প্রবল ঝড়ে মৃতের সংখ্যা ৩০ এর কোঠায় পৌঁছেছে।
প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের বসবাস কিনশাসা ও তার আশে-পাশের নীচু এলাকায় শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাতভর ক্রমবর্ধমান বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পায়।
বৃষ্টিপাতে পানি বৃদ্ধির কারণে দেশটির জাতীয় একটি সড়কসহ কিনশাসার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসব সড়ককে কেন্দ্র থেকে বিমানবন্দর ও পার্শ্ববর্তী অনেক জেলায় যানবাহন চলাচল করে।
নীল নদের পরে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম কঙ্গো নদীর তীরে অবস্থিত কিনশাসায় প্রায়ই বন্যা দেখা দেয়।