বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১০:২৪

হামে দ্বিতীয় মার্কিন শিশুর মৃত্যু, ৬৫০ জন আক্রান্ত : কর্তৃপক্ষ

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাবে দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে। অত্যন্ত সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রায় ৬৫০ জন আক্রান্ত হয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেক্সাসের একটি মেডিকেল সেন্টার, ইউএমসি হেলথ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট অ্যারন ডেভিস এএফপিকে বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি হামে আক্রান্ত একটি স্কুল-বয়সী শিশু মারা গেছে।’

তিনি বলেন, শিশুটি ‘হামের জটিলতার’ জন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। তিনি আরো বলেন, তাদের ‘হামের টিকা দেওয়া হয়নি এবং তাদের কোনও অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থা জানা ছিল না।’

মার্কিন যুক্তরাষ্ট্র যখন বছরের পর বছর ধরে সবচেয়ে খারাপ হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হচ্ছে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র, টিকার গুরুত্বকে খাটো করে দেখানোর মাধ্যমে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আতঙ্কিত করে তুলেছেন।

তবে, কেনেডি রোববার এক্স-এ এক পোস্টে বলেছেন, যে ‘হামের বিস্তার রোধ করার সবচেয়ে কার্যকর উপায় হল এমএমআর টিকা।’

তিনি আরো বলেন, তার স্বাস্থ্য ও মানবসেবা (এইচএইচএস) বিভাগ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টেক্সাসে টিকা বিতরণে সহায়তা করছে।

কেনেডি বলেন, তিনি শিশুটির পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য টেক্সাসে গিয়েছিলেন। 

রোববার পর্যন্ত ‘২২টি রাজ্যে হামে ৬৪২ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৯৯ জনই টেক্সাসের।

এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের জবাবে ট্রাম্প এই প্রাদুর্ভাবকে ‘আমরা যা বলছি তার তুলনায় এখন পর্যন্ত মোটামুটি কম সংখ্যক আক্রান্ত’ বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন।

তবে তিনি আরো বলেন, যদি এটি বাড়তে থাকে, তাহলে আমাদের খুব কঠোর পদক্ষেপ নিতে হবে,’ বিস্তারিত কিছু না জানিয়ে তিনি এ কথা বলেন। 

সিডিসি আলাস্কা থেকে ফ্লোরিডা, পাশাপাশি নিউ ইয়র্ক সিটিতেও এই ভাইরাসের সংক্রমণের ঘটনা সনাক্ত করেছে।

টেক্সাসে ফেব্রুয়ারির শেষের দিকে হামে আক্রান্ত হয়ে প্রথম একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। যা প্রায় এক দশকের মধ্যে এই রোগে প্রথম মার্কিন মৃত্যুর ঘটনা।

গত মাসে নিউ মেক্সিকোর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুকেও সিডিসি হামজনিত মৃত্যু হিসেবে সনাক্ত করেছে।

গত ৩ এপ্রিল সিডিসি জানিয়েছে, হামে আক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই শতকরা ৯৭ শতাংশ এমন রোগী যাদের হামের টিকা দেওয়া হয়নি বলে জানা গেছে।

স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে প্রায় ১৯৬ জনের বয়স পাঁচ বছরের কম, ২৪০ জনের বয়স ৫-১৯ বছর এবং অতিরিক্ত ১৫৯ জনের বয়স ২০ বছর বা তার বেশি এবং আরো কয়েকজনের বয়স অজানা।