বাসস
  ০৮ এপ্রিল ২০২৫, ১০:০১

মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে ১৪ জুন ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করা হচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে, তবে প্রকাশিত এই খবরের কোন ভিত্তি নেই বলে সোমবার হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করেছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর রাস্তায় আমেরিকান সামরিক শক্তির একটি অস্বাভাবিক প্রদর্শনের পরিকল্পনার কথা প্রথম ওয়াশিংটন সিটি খবরের কাগজে  প্রকাশিত হয়েছিল। 

প্রকাশিত খবরে বলা হয়েছে যে কুচকাওয়াজটি ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন সদর দফতর থেকে হোয়াইট হাউস পর্যন্ত চার মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন যে, কোনও সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করা হয়নি।

ফ্রান্সে বাস্তিল দিবসের কুচকাওয়াজে যোগ দেওয়ার পর ট্রাম্প তার প্রথম মেয়াদে ওয়াশিংটনে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজনের ধারণাটি উত্থাপন করেছিলেন। 

তবে, পেন্টাগন যখন বলেছিল যে এর জন্য ৯২ মিলিয়ন ডলার খরচ হতে পারে এবং ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী সামরিক যানবাহন শহরের রাস্তাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করার পর এটি কখনই বাস্তবায়িত হয়নি।

সাংবাদিকরা সোমবার ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসারকে কুচকাওয়াজের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে একই রকম উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বাউসার বলেন, ‘আমাদের রাস্তায় সামরিক ট্যাঙ্ক থাকা ভালো হবে না।’  ‘যদি সামরিক ট্যাঙ্ক ব্যবহার করা হয় তবে রাস্তা মেরামতের জন্য তার সাথে লাখ লাখ ডলার থাকা উচিত।’

বাউসার বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা হোয়াইট হাউস শহরের বিশেষ ইভেন্ট টাস্ক ফোর্সের সাথে যোগাযোগ করেছে।

তিনি বলেন, ‘এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ ‘আমি জানি না এটিকে সামরিক কুচকাওয়াজ হিসাবে চিহ্নিত করা হয়েছে কিনা।’  তবে সম্ভবত এটি হয়েছে। 

কুচকাওয়াজের সূচনাস্থল পেন্টাগন বলে জানা গেছে, বাউসার বলেন, ‘তাহলে তো এটা সামরিক কুচকাওয়াজের মতো শোনাচ্ছে।’

ওয়াশিংটনে শেষ বড় মার্কিন সামরিক কুচকাওয়াজ ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য অনুষ্ঠিত হয়েছিল।