বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১০:২০

হংকং শেয়ারবাজারের শুরুতেই ৩ শতাংশেরও বেশি পতন

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : হংকং ও সাংহাইয়ের শেয়ারবাজার বুধবার দিনের শুরুতেই ৩ শতাংশের বেশি পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপের ঘোষণার মাধ্যমে বাণিজ্য যুদ্ধের উসকানির কারণে তা বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। হংকং থেকে এএফপি এ খবর জানায়।

হ্যাং সেং সূচক ৩.১৪ শতাংশ বা ৬৩২.৭৬ পয়েন্ট কমে ১৯,৪৯৪.৯২ এ দাঁড়িয়েছে। সাংহাই কম্পোজিট সূচক ১.১৩ শতাংশ বা ৩৫.৫৪ পয়েন্ট কমে ৩,১১০.০১ এ দাঁড়িয়েছে।