বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫১

গাড়ি নির্মাতাদের জন্য ২ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা দক্ষিণ কোরিয়ার 

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়া বুধবার তার গুরুত্বপূর্ণ রপ্তানি-কেন্দ্রিক গাড়ি নির্মাতাদের জন্য ২ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। দেশটি সতর্ক করে দিয়ে বলেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ একটি ‘গুরুত্বপূর্ণ আঘাত’ হতে পারে। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সরকারের এক বিবৃতিতে এই সহায়তার ঘোষণা করে বলা হয়েছে, ‘যেহেতু দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল এবং অটো পার্টস যুক্তরাষ্ট্রে শীর্ষ রপ্তানি পণ্য, তাই এই পণ্যের ‘ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আমাদের অটো শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য আঘাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে‘।

গত সপ্তাহে, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে ব্যাপক ও শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যার মধ্যে সবচেয়ে কঠোর শুল্ক বুধবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়া থেকে আসা পণ্যগুলোতে ২৫ শতাংশ কর আরোপ করা হবে বলে ট্রাম্প ঘোষণা দেন।

ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বিদেশে তৈরি গাড়ির ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। যা বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এবং এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিকে হিমশিম খেতে হচ্ছে।

এতে বলা হয়েছে, শিল্প পরামর্শের পর সিউল ‘সবচেয়ে জরুরি চাহিদার ওপর কেন্দ্রীভূত শিল্প সুরক্ষা ব্যবস্থার একটি সেট’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার ‘শিল্পের ক্ষতির মাত্রার ওপর নির্ভর করে নমনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।’

কর্মকর্তাদের মতে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার মোট গাড়ি-সম্পর্কিত রপ্তানি ছিল ৪২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। 

এই পরিকল্পনার আওতায়, সরকার নিজস্ব তহবিল থেকে গাড়ি শিল্পের জন্য স্বল্প-ব্যয়বহুল অর্থায়ন কর্মসূচি ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি করবে।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হুন্ডাই মোটর, প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বে দেশীয় গাড়ি সংস্থাগুলোর জন্য ১ ট্রিলিয়ন নিজস্ব সহায়তা কর্মসূচিও প্রতিষ্ঠা করবে। 

সরকার আরো জানিয়েছে, শুল্ক দ্বারা প্রভাবিত কোম্পানিগুলো নয় মাস পর্যন্ত কর স্থগিতের জন্য যোগ্য হবে।

সরকার এক বিবৃতিতে বলেছে ‘মার্কিন শুল্কের কারণে রপ্তানির পরিমাণ হ্রাসের প্রতিক্রিয়া জানাতে এবং দেশের উৎপাদন ভিত্তি বজায় রাখার জন্য দেশীয় বাজারের গুরুত্ব তুলে ধরা হচ্ছে’।

এতে বলা হয়েছে, ‘এই লক্ষ্যে, সরকার এই বছরের প্রথমার্ধ থেকে বছরের শেষ পর্যন্ত নির্মাতাদের ছাড়ের পরিমাণের সাথে যুক্ত একটি বৈদ্যুতিক যানবাহন ভর্তুকি ব্যবস্থা পরিচালনা করবে’।

সরকারি সহযোগিতার অনুপাত বর্তমান ২০-৪০ শতাংশ থেকে ৩০-৮০ শতাংশে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলে জানায় সিউল সরকার।

শুল্ক ঘোষণা বিশ্বব্যাপী শেয়ার বাজারকে নাড়া দিয়েছে, বিনিয়োগকারীরা অনিশ্চিত যে এটি আলোচনার কৌশল নাকি স্থায়ী মার্কিন অবস্থান।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, তিনি মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে বা এমনকি নির্মূল না করা পর্যন্ত পিছু হটবেন না। একই সাথে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য প্রস্তুত।

২০২৪ সালে, দক্ষিণ কোরিয়ার সাথে মার্কিন বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি।