শিরোনাম
ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কোনো এক পর্যায়ে’ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
সৌদি আরবে রাশিয়ান নেতার সাথে দেখা করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কোনো এক পর্যায়ে পুতিনের সাথে আমার দেখা হবে। ‘আমাদের দেখতে হবে। আমি বলতে চাইছি, আমাদের এখনই সেখানে পৌঁছাতে হবে।’
মে মাসে তার সৌদি আরব সফরের কথা রয়েছে।
এই প্রসঙ্গে তিনি ইউক্রেনের সংঘাতের বিষয়টি তুলে ধরেন। সহিংসতায় অসংখ্য প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে।’
তিনি আরো বলেছেন, ‘আমি রাশিয়া এবং ইউক্রেনকে একটি চুক্তি করতে দেখতে চাই। তাদের একটি চুক্তি করতে হবে। আমি আশা করি আমরা রাশিয়া এবং ইউক্রেনের সাথে একটি চুক্তি করতে যাচ্ছি’।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণাকে সমর্থন করেন তবে কিছু উদ্বেগ রয়ে গেছে যা এখনো অমীমাংসিত, তা প্রথমে সমাধান করতে হবে।