শিরোনাম
ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজায় যুদ্ধবিরতির নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে শনিবার কায়রো যাচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতারা।
হামাসের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি যে, এই বৈঠক যুদ্ধের অবসান, আগ্রাসন বন্ধ ও গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার একটি চুক্তিতে পৌঁছানোর দিকে প্রকৃত অগ্রগতি অর্জন করবে।
তিনি বলেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।
কর্মকর্তার মতে, হামাস এখনো যুদ্ধবিরতি নিয়ে নতুন কোনো প্রস্তাব পায়নি। যদিও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও মিশর সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তির খসড়া নথিপত্র বিনিময় করেছে।
গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।