শিরোনাম
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলা ‘ভয়াবহ ঘটনা’। রোববারের এই হামলায় সুমি শহর কার্যত বিধ্বস্ত হয়ে গেছে এবং কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ওয়াশিংটনে ফিরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন ‘আমি মনে করি, এটি ভয়াবহ ছিল এবং আমাকে বলা হয়েছে যে তারা ভুল করেছে। কিন্তু আমি মনে করি, এটি একটি ভয়াবহ ঘটনা। আমি মনে করি, পুরো যুদ্ধটাই একটা ভয়াবহ ব্যাপার’।
‘ভুল বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট করতে বলা হলে, ট্রাম্প বলেন, ‘তারা ভুল করেছে। আপনি তাদের জিজ্ঞাসা করবেন’। তিনি কে বা কী বোঝাতে চেয়েছিলেন তা নির্দিষ্ট না করেই এ কথা বলেন।
রোববার মার্কিন নেতার জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) রাশিয়ার এই হামলাকে এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সময়ে এর প্রতি ‘পরিস্কার এবং স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেছে।
ট্রাম্প বা হোয়াইট হাউস কেউই মস্কোকে এই হামলার জন্য দায়ী করেনি। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে ‘সুমির ওপর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের’ প্রতি সমবেদনা জানিয়েছেন।
যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার লক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ দেখা করতে রাশিয়া সফরের দুই দিন পরে সুমি শহরে এই হামলা চালানো হয়।
রোববার জেলেনস্কি রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ আরো ভালভাবে বোঝার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তার দেশ সফর করার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনীয় নেতা মার্কিন নেটওয়ার্ক সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ‘দয়া করে, যেকোনো ধরণের আলোচনার আগে, যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে, মানুষ, বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা মৃত শিশুদের দেখতে আসুন।’