বাসস
  ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪০

আরও একটি 'লৌহকঠিন' শাসন মেয়াদের প্রতিশ্রুতি ইকুয়েডরের প্রেসিডেন্ট নোবোয়ার

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): ইকুয়েডরের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া তার দেশে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এক সময়ের নিরাপদ দেশ ইকুয়েডরের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে চার বছর মেয়াদে আরও একটি 'লৌহকঠিন' শাসন মেয়াদের প্রতিশ্রুতি দিয়েছেন।

সংক্ষিপ্ত ভাষণ এবং কঠোর দৃষ্টিভঙ্গির ছবি দিয়ে সাজানো প্রচারণার মাধ্যমে ৩৭ বছর বয়সী নোবোয়া বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইসা গনসালেসকে হারিয়ে রোববার পুনর্নির্বাচিত হয়েছেন।

মাত্র দুই বছর আগে রাজনীতিতে আবির্ভূত হয়ে বিশেষ নির্বাচনে জয়ী হয়ে ইকুয়েডরের ইতিহাসে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে আবির্ভূত হন নোবোয়া।

রাজধানী ওলন থেকে এএফপি জানায়, তিনি ভোটারদের সতর্ক করে বলেন, 'এক বছরে কিছুই সমাধান হয় না।' মাফিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তার কঠোর অবস্থানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক নোবোয়া নিজেকে নিরাপত্তা-কেন্দ্রিক নেতা হিসেবে উপস্থাপন করেছেন।

প্রায়ই বুলেটপ্রুফ জ্যাকেট পরে সামরিক অভিযানে অংশ নিতে দেখা যায় তাকে। তবে অন্য সময় ইনস্টাগ্রামে ক্রীড়াবসনে গিটার বাজিয়ে ইংরেজিতে গান গাওয়ার ছবিও পোস্ট করেন।

অবসরে অ্যাথলেটিক, গায়ে ট্যাটু, মঞ্চে নয় কিন্তু ভক্তদের জড়িয়ে ধরা ও সেলফি তোলায় আগ্রহী নোবোয়া এক সময় সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। সুমিলিয়ে, নিয়মতান্ত্রিক জীবনের অধিকারী এ নেতা প্রতিদিন ১০ কিলোমিটার পর্যন্ত দৌড়ান, প্রোটিন শেক খান এবং রাত জেগে থাকেন না বললেই চলে।

তার রাজনৈতিক দলে স্কুলজীবনের বন্ধুরাই মূলভাবে ঘিরে রেখেছে তাকে। স্ত্রী ২৬ বছর বয়সী ইনফ্লুয়েন্সার লাভিনিয়া ভালবোনেসির সঙ্গে তার দুই সন্তান রয়েছে। তিন সন্তানের মধ্যে একজন তার সাবেক স্ত্রী গ্যাব্রিয়েলা গোল্ডবাউমের।

কংগ্রেসে গ্যাব্রিয়েলা অভিযোগ করেন, নোবোয়া কর্তৃত্ববাদী, নারীবিদ্বেষী এবং তাদের কন্যাকে ‘বেদনা দেওয়ার অস্ত্র’ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, তিনি মেয়ের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার অভিযোগে বহু মামলার আশ্রয় নিয়েছেন।

‘আরও সেনা দরকার’

নিজেকে মধ্যপন্থী-বামপন্থী দাবি করলেও ড্যানিয়েল নোবোয়া ডানপন্থী গোষ্ঠীগুলোর সমর্থনে জয় পান এবং উদারনীতিক অর্থনীতি অনুসরণ করেন।

প্রচারণার শেষ পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান এবং বর্তমানে নিষিদ্ধ থাকা বিদেশি সেনা ঘাঁটি পুনরায় চালুর প্রস্তাব দেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বিতর্কিত নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা এরিক প্রিন্সের সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। এ প্রতিষ্ঠানের কর্মীরা ইরাকে বহু বেসামরিক মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবোয়া বলেন, 'এই যুদ্ধে আরও সেনার দরকার... বিশ্বের ৭০ শতাংশ কোকেন ইকুয়েডরের ভেতর দিয়ে যায়। আমাদের আন্তর্জাতিক বাহিনীর সাহায্য দরকার।'

বামপন্থী সরকারগুলোর সঙ্গে তার সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। সম্প্রতি, দুর্নীতির দায়ে দণ্ডিত সাবেক ভাইস-প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে গ্রেপ্তারের জন্য কুইটোতে মেক্সিকোর দূতাবাসে পুলিশি অভিযান চালিয়ে তিনি মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।

নোবোয়া দাবি করেন, ২০২৩ সালে যেখানে হত্যার হার ছিল প্রতি লাখে ৪৭ জন, ২০২৪ সালে তা কমিয়ে ৩৮-এ নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, 'আমরা প্রতিশ্রুতি নই, আমরা বাস্তবতা।'

ইনসাইট ক্রাইম জানিয়েছে, ২০২৪ সালে লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি খুনের হার ছিল ইকুয়েডরে।

নোবোয়া ইতোমধ্যে যা অর্জন করেছেন, তার ধনী বাবা পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েও তা পারেননি।