শিরোনাম
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত একজন রুশ-ইসরায়েলি ব্যক্তির সাথে দেখা করেছেন এবং অন্যান্য জিম্মিদের মুক্ত করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেমলিন নেতা ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য হামাসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনি জনগণের সাথে রাশিয়ার দৃঢ় সম্পর্কের ফল।
পুতিন গতকাল বুধবার রাতে ২৯ বছর বয়সী আলেকজান্ডার ট্রুফানোভকে বলেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তুমি বেঁচে আছো এবং ভালো আছো এবং তুমি এখানে আছো।’ ট্রুফানোভ বলেছেন, তাকে ৪৯৮ দিন ধরে বন্দী করে রাখা হয়েছিল।’
ট্রুফানভ ফেব্রুয়ারিতে মুক্তি পান। তাকে ইসরাইল সাশা ত্রুপানভ হিসেবে শনাক্ত করেছে।
২০২৩ সালের নভেম্বরে যুদ্ধের প্রথম যুদ্ধবিরতির সময় তার সঙ্গী, দাদী এবং মা ইয়েলেনাকেও বন্দী করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার বাবা, ভিতালি ত্রুপানভ ৭ অক্টোবরের হামলায় মারা যান।
নব্বইয়ের দশকের শেষের দিকে রাশিয়া থেকে ইসরাইলে অভিবাসিত হন ট্রুপানভ পরিবার।
পরিবারের উপাধি হিব্রু এবং রুশ ভাষায় ভিন্নভাবে অনুবাদ করা হয়েছে, সেখানে এটি ট্রুফানোভ বানান করা হয়েছে।
ট্রুফানোভ পুতিনকে বন্দী অবস্থায় থাকা অন্যান্য জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। তাদের ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ট্রুফানোভ বলেছেন, ‘আমার কাছে, যখন তারা সেখানে থাকে, তখন মনে হয় যেন আমার অর্ধেক হৃদয় এখনও গাজায় রয়ে গেছে। তারা সেখানে থাকাকালীন স্বাভাবিক জীবনে ফিরে আসা আমার পক্ষে খুব কঠিন হবে।’
পুতিনের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমি সত্যিই আপনাকে অনুরোধ করছি আপনি আমার জন্য এবং আগে (অন্যান্য বন্দীদের সাথে) যা করেছেন তা চালিয়ে যান। যাতে তারাও এখন আমার মতো মুক্ত এবং সুখী হতে পারে।’
জবাবে পুতিন বলেছেন, ‘আমরা অবশ্যই এটি নিয়ে কাজ করব।’
প্রেসিডেন্ট ট্রুফানভকে বলেছেন, তার মুক্তি ‘ফিলিস্তিনি জনগণের সাথে রাশিয়ার বহু বছরের সম্পর্ক থাকার ফলাফল।’
পুতিন বলেছেন, ‘আমি মনে করি নেতৃত্বের প্রতি হামাসের রাজনৈতিক শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। তারা আমাদের অনুরোধে কাজ করেছে এবং এই মানবিক কাজ করেছে এবং আপনাকে মুক্তি দিয়েছে।’
রাশিয়ার একজন উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাসকে তাকে মুক্তি দেওয়ার ‘প্রতিশ্রুতি’ রক্ষার আহ্বান জানানোর কয়েকদিন পর ১৫ ফেব্রুয়ারি ট্রুফানোভকে মুক্তি দেওয়া হয়।
রাশিয়া একটি সঙ্গীত উৎসব থেকে অপহৃত ৩৫ বছর বয়সী রুশ-ইসরায়েলি নাগরিক ম্যাক্সিম হারকিনের মুক্তিরও আহ্বান জানিয়েছে।
এপ্রিল মাসে হামাস কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে হারকিনকে জীবিত দেখানো হয়েছিল।