শিরোনাম
ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ সকালে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু বিষয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোমে পৌঁছেছেন।
ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আরাঘচিকে ইসলামিক প্রজাতন্ত্রের একটি বিমান থেকে নামতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে ওমানের মধ্যস্থতায় আরাঘচির দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।