শিরোনাম
ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় শনিবার লড়াইয়ে তাদের একজন সেনা নিহত হয়েছেন। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে উল্লখ করেছেন ইসরাইলি সেনাবাহিনী।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজায় যুদ্ধের সময় ৩৫ বছর বয়সী সার্জেন্ট মেজর গালেব স্লিমান আল-নাসাসরা নিহত এবং আরো তিনজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন মহিলা সেনা।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে সেনাবাহিনীর স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজা আক্রমণে কমপক্ষে ৪১২ জন সেনা নিহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়।