শিরোনাম
ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার সকাল থেকে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘আজ ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ৫৪ জন নিহত হয়েছেন... এবং এখনও পর্যন্ত বোমা হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’