শিরোনাম
ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): শনিবার গভর্নরের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীরা হামলা চালিয়ে এই সপ্তাহের শুরুতে কমপক্ষে ৫৬ জনকে হত্যা করেছে। ওই কর্মকর্তা পূর্বের নিহতের সংখ্যা ১৭ জন সংশোধন করে এ কথা বলেন।
আবুজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গভর্নর হায়াসিন্থ আলিয়া ঘটনাস্থল পরিদর্শন করার পর তথ্য উপদেষ্টা সলোমন ইওরপেভ এএফপিকে বলেন, ‘শেষ গণনা অনুসারে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।’ গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই হামলা চালানো হয়।