বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১২:২৭

নোবোয়ার বিরুদ্ধে হত্যাচক্রান্তের অভিযোগে ইকুয়েডরে সর্বোচ্চ সতর্কতা

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস): পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার বিরুদ্ধে একটি কথিত হত্যাচক্রান্তের অভিযোগ ওঠার পর ইকুয়েডরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে শনিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

কুইটো থেকে এএফপি জানায়, গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত রানঅফ নির্বাচনে বিজয়ী হন নোবোয়া। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজ ফলাফলকে ‘জঘন্য নির্বাচন জালিয়াতি’ বলে অভিহিত করেছেন।

এ সপ্তাহে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া সেনা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়, মেক্সিকোসহ কয়েকটি দেশ থেকে আসা ঘাতকরা প্রেসিডেন্ট নোবোয়ার বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা করেছে।

শনিবার সকালে জারি করা এক বিবৃতিতে ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমরা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা সরকারি কর্মকর্তাদের প্রাণনাশের যেকোনো ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রত্যাখ্যান করি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘রাষ্ট্র সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে পরাজিত কিছু রাজনৈতিক গোষ্ঠীর সহায়তায় অপরাধচক্রগুলো এই চক্রান্ত করেছে। তবে কারও নাম স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

নির্বাচনী ফলাফল নিয়ে ওঠা জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইকুয়েডরের নির্বাচন কমিশন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নোবোয়ার বিজয়কে স্বীকৃতি দেয়নি মেক্সিকো ও কলম্বিয়া।

প্রতিবেদনের ফাঁস হওয়া ইকুয়েডর ও মেক্সিকোর মধ্যে দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলেছে। এক বছর আগে কুইটোতে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নেওয়া ইকুয়েডরের এক সাবেক ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বামপন্থি প্রার্থী লুইসা গঞ্জালেজের প্রতি সমর্থন জানিয়েছেন। গঞ্জালেজ জানিয়েছেন, তিনি পুনরায় ভোট গণনার দাবি তুলবেন।

নোবোয়ার বিরুদ্ধে কথিত চক্রান্তের প্রতিবেদন প্রকাশের পর মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইকুয়েডরের অভ্যন্তরীণ বিষয় কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের উৎস হিসেবে মেক্সিকোকে দেখানোর যেকোনো প্রচেষ্টা ‘অসত্য ও অগ্রহণযোগ্য’।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশ অতীতেও এবং ভবিষ্যতেও হস্তক্ষেপ না করার নীতিতেই পরিচালিত হবে।’

আগামী ২৪ মে শপথ নিতে যাওয়া নোবোয়ার জন্য চ্যালেঞ্জের অন্ত নেই। দেশটিতে বছরের শুরুতে প্রতি ঘণ্টায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে—মাদকপাচারকারী চক্রগুলোর আধিপত্য নিয়ে চলা দ্বন্দ্বের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।