বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১৩:৪১

মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপিত বাণিজ্যিক শুল্কের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিচের দিকে সংশোধন করতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ সংবাদ সংস্থা।

নিউইয়র্ক থেকে তাস জানায় ওয়াশিংটনের শুল্কনীতি থেকে সৃষ্ট প্রথম ধাক্কা বিশ্ব অর্থনীতিতে খুব শিগগিরই অনুভূত হতে পারে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার আইএমএফ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাসের ঘোষণা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা রয়টার্সকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শুল্কনীতি অনিশ্চয়তা তৈরি করে এবং আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এই অনিশ্চয়তা যত দীর্ঘস্থায়ী হবে, বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব ততই গভীর হবে।