শিরোনাম
ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে জানা গেছে, চলতি সপ্তাহে লন্ডনে ইউক্রেনের সঙ্গে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের আবারও রাশিয়া সফর করার সম্ভাবনা রয়েছে।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাষ্ট্রদূত কিথ কেলগেরও লন্ডনের বৈঠকে যোগদানের সম্ভাবনা রয়েছে। তারা সম্ভাব্য সংঘাত সমাধানের বিকল্পগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে রাশিয়ার ক্রিমিয়াকে মার্কিন স্বীকৃতি, নতুন অঞ্চলের নিয়ন্ত্রণ ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে এজেন্ডা থেকে বাদ দেওয়া। একই সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনও নিরাপত্তার নিশ্চয়তা দেয় না।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন, ইউরোপ ও কিয়েভে কাকতালীয় ঘটনা ঘটলে উইটকফ রাশিয়া সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।