বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৯

আমি কে বিচার করার? পোপ ফ্রান্সিসের গুরুত্বপূর্ণ কিছু উক্তি

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) : পোপ ফ্রান্সিসের পোপত্বকাল থেকে কিছু গুরুত্বপূর্ণ উক্তি—

- বিনয় -
'আমার জন্য প্রার্থনা করুন'— প্রতিটি বক্তব্যের শেষে এই আহ্বান জানাতেন তিনি। একবার বলেছিলেন, 'আমিও তো একজন পাপী।' তার প্রথম টুইট ও ইনস্টাগ্রাম পোস্টেও ছিল এ কথার পুনরাবৃত্তি।

- দরিদ্র -
'আমি চাই দরিদ্রদের জন্য একটি দরিদ্র গির্জা' — ২০১৩ সালের মার্চে নির্বাচনের তিনদিন পর এ মন্তব্যের মাধ্যমে নিজের পোপত্বের ধারা নির্ধারণ করেন।

- সহনশীলতা -
'যদি কেউ সমকামী হয় এবং সে যদি প্রভুকে খোঁজে এবং সদিচ্ছা রাখে, তাহলে আমি কে তাকে বিচার করার?' — ২০১৩ সালের জুলাইয়ে গির্জার সহনশীলতা প্রসঙ্গে যুগান্তকারী বক্তব্য।

- বৈষম্য -
'প্রাচীন সোনার গরুর পূজা এখন ফিরে এসেছে অর্থের প্রতিমাস্বরূপ নির্মম রূপে—একটি নিষ্ঠুর ও অমানবিক অর্থনীতির একনায়কত্বে' — ২০১৩ সালের ‘অ্যাপোস্টলিক এক্সরটেশন’-এ অর্থনৈতিক বৈষম্য নিয়ে তার বক্তব্য।

- পরিবেশ -
'পৃথিবী, আমাদের বসতি, ক্রমশ এক বিশাল আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে' — ২০১৫ সালের জুনে পরিবেশ বিষয়ে প্রজ্ঞাপন ‘লউদাতো সি’-তে।

- যাজকদের যৌন নির্যাতন -
২০১৯ সালের ফেব্রুয়ারিতে শিশুদের যৌন নির্যাতনের প্রসঙ্গে বলেন: 'আমার মনে পড়ে যায় সেই নিষ্ঠুর ধর্মীয় রীতির কথা, যেটি কোনো কোনো সংস্কৃতিতে প্রচলিত ছিল—যেখানে প্যাগান আচার-অনুষ্ঠানে শিশুদের বলি দেওয়া হতো।'

২০১৮ সালের এপ্রিলে চিলিতে এক পাদ্রির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বলেন: 'আমি পরিস্থিতি সম্পর্কে ভুল সিদ্ধান্ত ও মূল্যায়ন করেছি, বিশেষত নিরপেক্ষ ও সত্যভিত্তিক তথ্যের অভাবে।'

- উন্নয়নশীল বিশ্ব -
'দক্ষিণের দরিদ্রদের ভূমি সমৃদ্ধ ও তুলনামূলকভাবে দূষণমুক্ত, অথচ মৌলিক চাহিদা মেটানোর জন্য সম্পদের ওপর মালিকানা অর্জন একটি কাঠামোগতভাবে বিকৃত বাণিজ্যিক ব্যবস্থার বাধায় আটকে থাকে' — ‘লউদাতো সি’-তে দক্ষিণ গোলার্ধের পক্ষে অবস্থান।

- অভিবাসন -
'এই বৈশ্বিকায়নের যুগে আমরা এক ধরনের ‘উদাসীনতার বৈশ্বিকায়নে’ পতিত হয়েছি। অন্যদের দুঃখ-কষ্ট আমাদের স্পর্শ করে না, যেন আমাদের কিছু আসে-যায় না' — ২০১৩ সালের জুলাইয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে অভিবাসীদের প্রতি বিশ্বের উদাসীনতা নিয়ে বক্তব্য।

- ইউরোপের বার্ধক্য -
'আজকের ইউরোপকে দেখে মনে হয় সে যেন এক ক্লান্ত বৃদ্ধা, এক দাদিমা—আর উর্বর ও প্রাণবন্ত নয়' — ২০১৪ সালের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ।

- স্পষ্টভাষিতা -
'অনেকেই মনে করেন—এ কথাটা বলার জন্য আমাকে ক্ষমা করবেন—ভালো ক্যাথলিক হতে হলে খরগোশের মতো সন্তান জন্ম দিতে হবে' — ২০১৫ সালের জানুয়ারিতে পোপাল বিমানে সাংবাদিকদের উদ্দেশে তাৎক্ষণিক মন্তব্য।

- গির্জা সংস্কার -
'গির্জা যদি আত্মসমালোচনায় সক্ষম না হয়, আপডেট না থাকে, উন্নতির চেষ্টা না করে—তবে তা অসুস্থ... এটি সেই ধনী বোকার মতো যে মনে করে সে চিরকাল বাঁচবে' — ২০১৪ সালের ডিসেম্বরে ভ্যাটিকানের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে সমালোচনা, যেখানে তিনি কুরিয়ার অসুস্থতাকে আখ্যা দেন ‘আধ্যাত্মিক অ্যালঝেইমার্স’ হিসেবে।

- ডোনাল্ড ট্রাম্প -
'যে-ই হোক না কেন, যে ব্যক্তি শুধু দেয়াল গড়তে চায়, সেতু নয়—সে খ্রিস্টান নয়' — ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকো সফর শেষে, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের অভিবাসন নীতির প্রসঙ্গে।

২০২৫ সালে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে পোপ ফ্রান্সিস তার অভিবাসী বহিষ্কার পরিকল্পনাকে বলেন 'একটি বিপর্যয়' এবং 'গুরুতর সংকট'।

- দয়া -
'ঈশ্বরের দয়ার এমন কোনো সীমা নেই যা অনুতপ্ত হৃদয়ে পৌঁছাতে পারে না—পিতার সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষা থাকলে তা মুছে দিতে পারে সব পাপ'— ২০১৬ সালের নভেম্বরে ‘দয়ার জুবিলি বর্ষ’ শেষে গর্ভপাত করা নারীদের পাপমোচনের অনুমতি চিরস্থায়ী করার সময়।

- সাধারণ মানুষের ছোঁয়া -
'আমি যখন প্রার্থনা করি, কখনো কখনো ঘুমিয়ে পড়ি' — ২০১৭ সালের অক্টোবরে ক্যাথলিক টিভি২০০০-এ।

প্রতিটি রবিবার অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে জনতাকে বলেন: 'বুয়োন প্রাঞ্জো' — ভালো লাঞ্চ করুন।

- টিকা -
বিশ্বব্যাপী করোনা মহামারির সময়, ২০২১ সালের শুরুতে পোপ ফ্রান্সিস সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। টিকা-বিরোধীদের তিনি বলেন 'আত্মঘাতী অস্বীকারের' মধ্যে রয়েছেন।