শিরোনাম
ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : স্পেনের জাস্টিস মিনিস্টার ফেলিক্স বোলানোস আজ সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেন তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে।
মাদ্রিদ থেকে এএফপি জানায়, পোপের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বোলানোস বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ও মহান পোপ ছিলেন। তার প্রয়ানে স্পেন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে।’
ফ্রান্সিসের ১২ বছরের ‘সংস্কারমুখী’ পোপত্বের প্রশংসা করে তিনি বলেন, এটি ইতিহাসে অনন্য উত্তরাধিকার রেখে যাবে।