বাসস
  ২২ এপ্রিল ২০২৫, ১৫:১২

যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার ২৭ জন গ্যাং সদস্যের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন বিচার বিভাগ সোমবার ঘোষণা করেছে, তারা ২৭ জন ব্যক্তিকে অভিযুক্ত ভেনিজুয়েলার মাদক চক্র ট্রেন ডি আরাগুয়ার সাথে যুক্ত থাকা এবং মাদক ষড়যন্ত্র, যৌন পাচার, হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানান।

নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি ম্যাথিউ পোডলস্কি বলেছেন, অভিযুক্তদের মধ্যে ট্রেন ডি আরাগুয়ার সদস্য, সাবেক সদস্য ও সহযোগী অন্তর্ভুক্ত রয়েছে। ট্রেন ডি আরাগুয়া চক্রকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২৭ জন আসামির মধ্যে ২১ জন ফেডারেল হেফাজতে এবং বাকী পাঁচজনকে অন্যান্য বিচার আইনে রোববার গ্রেফতার করে সোমবার নিউ ইয়র্কে রাখা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে, তাদের বিরুদ্ধে খুন, গুলি, যৌনকর্মে নারী পাচার, মানব পাচার, চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ট্রেন ডি আরাগুয়া দলটিকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ‘আক্রমণের’ মুখোমুখি হচ্ছে উল্লেখ করে এটির বিরুদ্ধে ১৭৯৮ সালের এলিয়েন এনেমিজ অ্যাক্ট প্রয়োগের আহ্বান জানান। যে কারণে দলটি ট্রাম্প প্রশাসনের অধীনে আইন প্রয়োগকারী সংস্থার একটি হাই-প্রোফাইল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।