বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৬

ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১৩ মে থেকে মধ্যপ্রাচ্যের তিন দেশ- সৌদি আরব, কাতার এবং  সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছেন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পরিকল্পনার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লিভিট বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ট্রাম্প ‘১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন’।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফরও হয়েছিল তেল সমৃদ্ধ, রক্ষণশীল দেশ সৌদি আরবে। সৌদি আরবের শীর্ষ কূটনীতিক এই মাসের শুরুতে ওয়াশিংটনে ১৩ মে সফর নিয়ে আলোচনা করেন। 

গত জানুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। 

মঙ্গলবারের ঘোষণা এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ইরানের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা যদি কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। 

২০১৮ সালে, ট্রাম্প তিন বছর আগে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। যে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।

মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বাণিজ্য ও ইরানসহ বিভিন্ন বিষয়ে তারা ঐক্যবদ্ধ।