বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

শুল্ক অনিশ্চয়তায় ৩০ শতাংশ মুনাফা কমেছে ভলভো গ্রুপের

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): ভারী ট্রাক নির্মাতা সুইডিশ কোম্পানি ভলভো গ্রুপ জানিয়েছে, প্রথম প্রান্তিকে (বছরের প্রথম তিন মাসের হিসাবে) তাদের নিট মুনাফা ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। বাণিজ্য শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে যানবাহন বিক্রি ৯ শতাংশ কম হওয়ায় এ মুনাফা কমেছে।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বুধবার এক বিবৃতিতে ভলভো গ্রুপ বলেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও  অন্যান্য দেশের আরোপিত বা আরোপিত বলে বিবেচিত শুল্ক ও অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে আঞ্চলিক ও বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলসহ বাণিজ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্যভাবে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তা মূল্যায়ন করা কঠিন। ভবিষ্যতের বাণিজ্য পরিস্থিতি, গ্রুপের ওপর সম্ভাব্য প্রভাব বা বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো প্রধান প্রতিযোগীদের তুলনায় ভলবো গ্রুপকে আরো মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে কি না, সে সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না।

ভলভো গ্রুপ মার্কিন বাজারের জন্য তাদের সমস্ত যানবাহন যুক্তরাষ্ট্রেই তৈরি করে। তবে অন্যান্য দেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক তাদের যানবাহন নির্মাণের উপকরণের দামকে প্রভাবিত করতে পারে।

এ বছরের প্রথম প্রান্তিকে ভলভো গ্রুপের নিট মুনাফা ৯ দশমিক ৯৮ বিলিয়ন ক্রোনায় (১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার) নেমে এসেছে, যা গত বছরের এই সময়ে ১৪ দশমিক ১ বিলিয়ন ক্রোনা ছিল। এই মুনাফা হ্রাস ব্লুমবার্গের বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অপারেটিং মুনাফা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ কমে ১৩ দশমিক ২ বিলিয়ন ক্রোনা হয়েছে। অপারেটিং মার্জিন ১৩ দশমিক ৮ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

মুদ্রার মানের তারতম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিট বিক্রয় ৭ শতাংশ কমে ১২১ দশমিক ৮ বিলিয়ন ক্রোনায় দাঁড়িয়েছে, যেখানে ট্রাক ডেলিভারি ১২ শতাংশ কমেছে।

ভলভো গ্রুপ জানিয়েছে, বাণিজ্য শুল্ক  ও মার্কিন নির্গমন বিধিমালার অনিশ্চয়তার কারণে গ্রাহকরা সিদ্ধান্ত নিতে বিলম্ব করেছেন, পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার জন্য অপেক্ষা করছেন। তবুও তিন মাসে ভলভো গ্রুপের অর্ডার গ্রহণের পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে। গ্রাহকরা ৫৫ হাজার ২২৭টি ট্রাক অর্ডার করেছেন।