শিরোনাম
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভ্যাটিকান বৃহস্পতিবার জানিয়েছে, প্রায় ৫০ হাজার শোকার্ত মানুষ পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।
পোপের লাশ শেষকৃত্যের আগে তিন দিন ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৪৮ হাজার ৬০০ মানুষ পোপ ফ্রান্সিসের কফিনের পাশে গিয়ে শ্রদ্ধা জানান।