শিরোনাম
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট বুধবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালের সঙ্গে এক বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ‘যত দ্রুত সম্ভব’ খনিজসম্পদ আহরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করা উচিত ।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবারের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শ্মিহাল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। চুক্তিটি হলে ইউক্রেনের খনিজসম্পদ ও বিরল খনিজ আহরণ থেকে প্রাপ্ত মুনাফার ওপর রয়্যালটি বাবদ অর্থ পাবে যুক্তরাষ্ট্র।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের পক্ষ থেকে কিয়েভকে যে সহায়তা দেওয়া হয়েছিল, তার প্রতিদান হিসেবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি চান।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বিরোধের জেরে চুক্তি বিষয়ক কাজ থমকে যায়।
বুধবার বেসেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক কারিগরি আলোচনা সম্পন্ন করে চুক্তিতে স্বাক্ষর করার প্রয়োজনীয়তা রয়েছে।’ ট্রেজারি বিভাগের এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বেসেন্ট দ্বিপক্ষীয় আলোচনাকে ‘উৎপাদনশীল’ বলে মন্তব্য করেন।
এর মধ্যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তিচুক্তি গ্রহণের জন্য চাপ দিয়ে যাচ্ছে, যাতে কিয়েভকে রাশিয়ার দখলে থাকা কিছু এলাকা ছেড়ে দিতে হতে পারে।
ওয়াশিংটন হুমকি দিয়েছে, রাশিয়া ও ইউক্রেন শিগগির কোনো চুক্তিতে না পৌঁছালে তারা শান্তি আলোচনায় থেকে সরে আসবে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার বলেছেন, তার বিশ্বাস রাশিয়া শান্তিচুক্তির অংশবিশেষে সম্মত হয়েছে। এ মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই মস্কো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।